০, ৮, ৩, ২, ১ অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলাে
Answers
Answered by
8
প্রদত্ত,
সংখ্যা গঠনের জন্য যে পাঁচটি অঙ্ক দেওয়া হয়েছে তা হল = ০,৮,৩,২,১
নির্ণেয়,
প্রদত্ত পাঁচটি অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে।
সমাধান,
সাধারণ ক্ষেত্রে আমাদের বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য প্রদত্ত অঙ্কগুলিকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখলেই হয়ে যায়। কিন্তু এইখানে পাঁচটি অঙ্কের মধ্যে একটি হলো শূন্য, এবং আমাদের মনে রাখতে হবে যে শূন্য দিয়ে আমাদের সংখ্যাটি শুরু করা যাবে না। কারণ,সংখ্যার প্রথমেই শূন্য থাকলে, সেই শূন্যের কোন সাংখ্যিক মান অবশিষ্ট থাকে না।
বৃহত্তম সংখ্যাটি হবে = ৮৩২১০ (পাঁচ অঙ্কের সংখ্যা)
(৮ > ৩ > ২ > ১ > ০)
অতএব,আমাদের নির্ণেয় পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হল ৮৩২১০।
Similar questions