Physics, asked by mdez1973, 9 months ago

: একটি মাপনী চোঙ ও একটি তুলাযন্ত্রের সাহায্যে একটি ছােটো পাথরের ঘনত্ব কীভাবে নির্ণয় করবে ?​

Answers

Answered by Anonymous
247

একটি মাপনী চোঙ ও একটি তুলা যন্ত্রের সাহায্যে একটি ছোট পাথরের ঘনত্ব নিম্নলিখিত উপায়ে নির্ণয় করা যাবে -

• প্রথমেই, আমাদেরকে তুলা যন্ত্রের সাহায্যে ছোট পাথরের সঠিক ভরের পরিমাণ করতে হবে এবং নির্ণেয় ভরের  পরিমাণ একটি খাতায় লিখে রাখতে হবে।

• এরপরে, মাপনী চোঙের সাহায্যে আমাদের ছোট পাথরের আয়তন নির্ণয় করতে হবে এবং নির্নেয় আয়তনের পরিমাণ একটি খাতায় লিখে রাখতে হবে।

• এবার পাথরের ভরের সাংখ্যিক মানকে পাথরের আয়তনের সাংখ্যিক মান দিয়ে ভাগ করলেই আমরা পাথরের ঘনত্বের সাংখ্যিক মান পেয়ে যাবো।

ঘনত্ব = ভর/আয়তন

Similar questions