Physics, asked by RIPPERX, 8 months ago

প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে?​

Answers

Answered by Anonymous
17

দুটি ভিন্ন মৌলিক পদার্থ একে অপরের সাথে সরাসরি বিক্রিয়া করে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ গঠন করলে ওই রাসায়নিক বিক্রিয়াটিকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে।

- একটি প্রত্যক্ষ রাসায়নিক বিক্রিয়ায়,দুটি সম্পূর্ণরূপে ভিন্ন মৌলিক পদার্থ অংশগ্রহণ করে।

- অংশগ্রহণ করার পরে ওই দুটি ভিন্ন মৌলিক পদার্থ পরস্পরের সাথে সরাসরিভাবে যুক্ত হয়ে,বিক্রিয়াজাত পদার্থ হিসেবে অন্য একটি যৌগিক পদার্থ উৎপন্ন করে।

- ধরি,দুটি ভিন্ন মৌলিক পদার্থ হল = A ও B

অতএব,প্রত্যক্ষ রাসায়নিক বিক্রিয়া,

A+B = AB

এখানে, A ও B দুটি মৌলিক পদার্থ পরস্পরের সাথে প্রত্যক্ষ রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয়ে  AB নামক যৌগিক পদার্থ উৎপন্ন করে।

Answered by subrataayshi
5

Answer:

যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ গুলো মৌলিক এবং বিক্রিয়াজাত পদার্থ টি অথবা পদার্থ গুলো যৌগিক, তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে।

এতে মৌলিক পদার্থ গুলো পরস্পর সরাসরি যুক্ত হয়।

Similar questions