History, asked by biswasanneswa8, 9 months ago

বিদ্যাসাগরকে বিদ্যবনিক বলা হত কেন?​

Answers

Answered by Strawberry22
1

Answer:

বিদ্যাসাগরকে বিদ্যাবনিক বলা হত কারণ:-

বিদ্যা শব্দের অর্থ জ্ঞান, সাগর শব্দের অর্থ সমুদ্র আর বণিক শব্দের অর্থ সওদাগর। সুতরাং, বিদ্যাসাগর শব্দের অর্থ জ্ঞানের সাগর আর বিদ্যাবনিক শব্দের অর্থ জ্ঞানের সওদাগর। বিদ্যাসাগর জ্ঞান আহরণ করতেন বিধায় তাকে জ্ঞানের সাগর আর জ্ঞান বিতরণ করতেন বিধায় তাকে জ্ঞানের সওদাগর বলা হয়। মূলত তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন বিধায় তাকে বিদ্যাসাগর ও বিদ্যাবনিক উপাধি দেওয়া হয়।

Explanation:

Hope it's help you

Similar questions