অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন ?
Answers
Answered by
64
অপসারী বা গঠনকারী পাত সীমানা
সমুদ্র তলদেশে পাতের সীমানা বরাবর অবস্থিত দুটি পাত পরস্পর থেকে ক্রমাগত দূরে সরতে থাকে। তাই এই পাত সীমানাকে অপসারী পাত সীমানা বলে।
পাত দুটির সরে যাওয়াতে অপসারী পাত সীমানা অঞ্চলে ভূঅভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে এসে শীতল এবং কঠিন হয়। এর ফলে ভূত্বক এবং সমুদ্রের তলদেশে মধ্য-সামুদ্রিক শৈলশিরা গঠিত হয়।
এই বিশেষ গঠনকার্য অপসারী পাত সীমানা অঞ্চলে সংঘটিত হয়। সেই কারণে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানাও বলা হয়।
Similar questions