Math, asked by mandal99biswajit, 9 months ago

দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু কত?

Answers

Answered by nisha382
46

ʜᴇʟʟᴏ ᴍᴀᴛᴇ

ʟ.ᴄ.ᴍ. ᴏғ ᴛᴡᴏ ᴘʀɪᴍᴇ ɴᴜᴍʙᴇʀ ɪs ᴘʀᴏᴅᴜᴄᴛ ᴏғ ᴛʜᴇ ᴛᴡᴏ ɴᴜᴍʙᴇʀs .

✿●‿●✿ᴛʜᴀɴᴋs✿●‿●✿

Answered by Anonymous
0

দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু হলো সংখ্যা দুটির গুণফল

প্রদত্ত : মূল সংখ্যা দুইটি হলো পরস্পর মৌলিক।

নির্ণেয় : মূল সংখ্যা দুইটির ল.সা.গু।

সমাধান :

আমরা নিম্নলিখিত গাণিতিক উপায়ে সহজেই প্রদত্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারি।

দুইটি সংখ্যার ল.সা.গু অথবা লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যা কিনা পূর্বে উল্লেখিত দুইটি সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য।

এখন যদি দুইটি সংখ্যা পরস্পর মৌলিক (এমন সংখ্যা যা কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য) হয় তাহলে তাদের গুণফলই হবে তাদের ল.সা.গু (কারণ, দুইটি সংখ্যার উৎপাদকের মধ্যে কেবলমাত্র 1 সংখ্যাটিই উভয়ক্ষেত্রে আমরা পাবো, তাই এখানে ল.সা.গু গুণফল ছাড়া অন্য কিছু হওয়া সম্ভব নয়)।

অতএব, দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু হলো সংখ্যা দুটির গুণফল

#SPJ3

Similar questions