India Languages, asked by mousumighosh0013, 7 months ago

‘আমাদের ইতিহাস নেই'- এই উপলদ্ধির মর্মার্থ লেখাে।​

Answers

Answered by sara2449
116

Answer:

এখানে আমার।বলতে সাধারণ মানুষের কথায় বলা

হয়েছে।

ইতিহাস এ কেবল রাজা মহারাজ এবং বিভিন্ন বিখ্যাত মানুষেরাই স্থান পেয়ে থাকেন।সাধারণ মানুষদের নিয়ে কখনো কোনো ইতিহাস লেখা হয়নি।অর্থাৎ তারা কখনো ইতিহাস এ স্থান পায়নি।। তাই তারা বলেছে তাদের ইতিহাস নেই।।

mark me as brainliest

Answered by gunjanbiswas5111
40

Answer:

উত্তর :- আলোচ্য লাইনটি কবি শঙ্খ ঘোষ রচিত 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতা থেকে নেওয়া হয়েছে । ইতিহাস হল প্রাচীন কাহিনী বা ঐতিহ্য । পরবর্তী প্রজন্ম এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যায় । একটা জাতির বিকাশে ইতিহাসের অবদান সর্বজন স্বীকৃত । ইতিহাস না থাকলে দেশকে জানা যায় না, বোঝা যায় না । তাই প্রয়োজন ইতিহাস চর্চা বা ঐতিহ্যের পুনশ্চয়ন । কিন্তু দেশের ইতিহাস কখনো কখনো ক্ষমতাসীন শাসক বা রাজনীতির মোড়কে তা বিকৃত রূপ লাভ করে । ফলে প্রকৃত সত্য মানুষের কাছে অজানা থেকে যায় । আর বর্তমানের বিকৃত ইতিহাস নিয়েই মানুষ গর্বিত হতে চায় । কিন্তু সেটা কখনোই ঠিক পথ নয় । কারণ প্রকৃত ইতিহাস হল মানবিক মূল্যবোধ বিকাশের ইতিহাস । সেখানে ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার কোন অবকাশ থাকে না । এই কথাটাই কবি বোঝাতে চেয়েছেন ।

Similar questions