চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও
Answers
Explanation:
চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদে অক্সিজেন, গাছপালা নেই। চাঁদ পৃথিবীর তুলনায় অপেক্ষাকৃত হালকা,তাই এর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে কম।চাঁদে বায়ুমন্ডল নেই বলে একে অপরের কথা শোনা যায় না। ইশারায় অথবা রেডিওর মাধ্যমে কথা বলতে হয়। চাঁদের আকাশ ঘন কালো দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করে।
Answer:
অভিযান কারীদের মত অনুযায়ী,
চাঁদে বাতাস নেই। এ কারণে সেখানে নিঃশ্বাস নেওয়া যায় না। তেমনি একজনের কথাবার্তা অন্যজন শুনতে পায়না। কোথাও কোন গাছপালা নেই। অমসৃণ জমি, ছোট-বড় বিভিন্ন আকৃতির পাথর, ছোট বড় গর্ত এবং ধূসর ধুলো পূর্ণ চাঁদের ভূমি।
চাঁদের যে কালো দাগ আমরা দেখি সেগুলি আসলে বড় বড় গর্ত। সূর্যের আলো পৌঁছাতে পারে না বলে আমরা কালো দেখি। চাঁদে বাতাস না থাকায় আকাশকে ঘন কালো দেখায়। সূর্যের আলো বিচ্ছুরণ হতে পারে না বলে চাঁদের কোন রং নেই। আলো পড়লে সাদা দেখায়। আলো না পড়লে কালো দেখায়। দিনের বেলায়ও আকাশে তারা ঝলমল করে। পৃথিবীতে চাঁদ থেকে দেখতে সাদা এবং নীল গোলকের মতো।
চাঁদে একদিন হয় দুই সপ্তাহে এবং এক রাত হয় দুই সপ্তাহ ধরে। চাঁদের আকর্ষণ পৃথিবী থেকে কম হওয়ায় চাঁদের সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় 6 ভাগ হালকা হয়। এ কারণে চাঁদে অভিযাত্রীরা লাফিয়ে লাফিয়ে চলে।