India Languages, asked by hshiba331, 8 months ago

কীভাবে ইয়াসুয়াকি - চান টেলিভিশন যন্ত্রটির সঙ্গে তােভাে - চানের পরিচয় ঘটিয়েছিল ?​

Answers

Answered by Swarup1998
35

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

চতুর্থ শ্রেণী (বিষয় - বাংলা)

প্রশ্ন: কীভাবে ইয়াসুয়াকি - চান টেলিভিশন যন্ত্রটির সঙ্গে তােত্তো - চানের পরিচয় ঘটিয়েছিল ?

উত্তর:

  • তেৎসুকো কুরোয়ানাগি রচিত জীবনীমূলক 'তোত্তোচানের অ্যাডভেঞ্চার' গল্পে আমরা দুই বন্ধু ইয়াসুয়াকি-চান ও তোত্তো-চানের উল্লেখ পাই।
  • গাছে চড়ার পর থেকেই তারা দু'জনে নানান গল্প করতে শুরু করে। কথায় কথায় ইয়াসুয়াকি-চান উত্থাপন করে টেলিভিশন নামক এক যন্ত্রের কথা।
  • সে বলেছিল যে, আমেরিকায় তার দিদি থাকে আর তাদের নাকি টেলিভিশন নামের একটি যন্ত্র আছে। টেলিভিশন একটা বাক্সের মতো জিনিস। জাপানে যখন টেলিভিশন আসবে, তখন সুমো পালোয়ানদের লড়াই দেখা যাবে।
Answered by koushik736133
21

উওর:-গাছে চড়ার পর থেকেই তারা দু'জনে নানান গল্প করতে শুরু করে। কথায় কথায় ইয়াসুয়াকি-চান টেলিভিশন নামক এক যন্ত্রের কথা বলে ৷

সে বলেছিল যে, আমেরিকায় তার দিদি থাকে আর তাদের নাকি টেলিভিশন নামের একটি যন্ত্র আছে। টেলিভিশন একটা বাক্সের মতো জিনিস। জাপানে যখন টেলিভিশন আসবে, তখন সুমো পালোয়ানদের লড়াই দেখা যাবে। এইভাবে পরিচয় ঘটিয়েছিল ৷

Read more on Brainly.in - https://brainly.in/question/19440685#readmore

Similar questions