India Languages, asked by bisomonioraw, 10 months ago


বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ?
– কে, কাকে একথা বলেছেন? তাঁর একথা বলার কারণ কী​

Answers

Answered by Sujay396
227

Answer:

Explanation:

কথা টি বলেছেন মাস্টার মহাশয় বিভীষণ দাশ, শঙ্কর কে।

শঙ্কর মাস্টার মশাই কে বলে সে ঘোল পুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এমু পাখি দেখেছে। এবং আরো বলে তার গায়ের রং গাড় ছাই রং এর। বাজ পাখির চেয়েও বড়, ইত্যাদি। এই শুনে মাস্টার মশাই কথা টি বলেন।

Answered by adritabarmanroy
0

Answer:

মাস্টারমশাই শংকর কে বলে এই উক্তিটি

Explanation:

ক্লাস চলাকালীন শংকর অন্যমনস্ক ছিল। শঙ্কর মাস্টার মশাই কে বলে সে ঘোল পুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এমু পাখি দেখেছে। এবং আরো বলে তার গায়ের রং গাড় ছাই রং এর। বাজ পাখির চেয়েও বড়, ইত্যাদি। তখন মাস্টারমশাই এই উক্তিটি করেন। বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ?

#SPJ3

Similar questions