চুয়াড় বিদ্রোহকে চুয়াড় বিপ্লব বলা ভুল কেনো
Answers
Answered by
15
Answer:
বিদ্রোহ আর বিপ্লব এই দুটি জিনিসের বুৎপত্তিগত অর্থ আলাদা। বিপ্লবের এক ও অদ্বিতীয় অর্থ হল পরিবর্তন। আর বিদ্রোহ হল পরিবর্তন মাধ্যম অর্থাৎ যার মধ্য দিয়ে পরিবর্তন আসে। সুতরাং চুয়াড় বিদ্রোহ কে কোনভাবেই চুয়াড় বিপ্লব বলা যায় না।
Similar questions