Math, asked by bapiroy091973, 7 months ago

দাড়াও -শক্তি চট্টোপাধ্যায়
অতিসংক্ষিপ্ত প্রশ্ন :
১.১. ‘দাঁড়াও' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
১.২. সকাল থেকে কবির কার কথা মনে পড়ছে ?
১.৩. কবি কীভাবে মানুষকে পাশে দাঁড়াতে বলেছেন ?
১.৪. কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে ?
দল বিশ্লেষণ কর: মানুষ; একলা; ভেসে; ভালােবেসে
১.৫
সংক্ষিপ্ত প্রশ্ন :​

Answers

Answered by km429123
75

যেতে পারি কিন্তূ যাবো কেন এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া

Answered by amikkr
0

প্রদত্ত অতিসংক্ষিপ্ত প্রশ্ন গুলির উত্তরগুলি হল নিম্নলিখিত-

  • ১.১.শক্তি চট্টোপাধ্যায় এর লেখা ‘দাঁড়াও' কবিতাটি  মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
  • ১.২.দাঁড়াও' কবিতাটি সকাল থেকে কবির সেইসকল মানুষদের কথা মনে পড়ছে  যারা পরোপকারী, হৃদয়বান ।
  • ১.৩.শক্তি চট্টোপাধ্যায় এর লেখা ‘দাঁড়াও' কবিতাটিতে কবি মানুষকে সমস্ত হীনতা,হিংসা, স্বার্থপরতা সরিয়ে সেইসকল মানুষের পাশে দাঁড়াতে বলেছেন যারা অসহায়।
  • ১.৪. কবিতাটিতে মানুষ শব্দটি সাত বার ব্যবহৃত হয়েছে।
  • দল বিশ্লেষণ করে পাই - মানুষ = মা-নুষ ; একলা=এক- লা ; ভেসে= ভে- সে; ভালােবেসে=ভা-লাে-বে-সে।

#SPJ3

Similar questions