দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত ২: ৫ এবং ৬:১০ কোনটি বেশি মিষ্টি হিসেবে করে লেখা
Answers
Answered by
9
Given:- দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত ২: ৫ এবং ৬:১০
To find :- কোন শরবতটি বেশি মিষ্টি হবে?
Solution:- প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত ২: ৫
অতএব, প্রথম শরবতে সিরাপের পরিমাণ ২/১০=১/৫=০.২
এবং দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত ৬:১০
অতএব,দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণ ৬/১৬= ৩/৮=০.৩৭৫
Answer:- তাহলে ,দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণ যেহেতু বেশি তাই দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি হবে।
Answered by
6
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বিষয় - গণিত (সপ্তম শ্রেণী)
দেওয়া আছে: দু'টি সরবতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে ২ : ৫ এবং ৬ : ১০
বের করতে হবে: কোন সরবতটি বেশি মিষ্টি ?
সমাধান:
- প্রথম সরবতে সিরাপ ও জলের অনুপাত = ২ : ৫
- = ৪ : ১০
- দ্বিতীয় সরবতে সিরাপ ও জলের অনুপাত = ৬ : ১০
- দেখা যাচ্ছে যে, প্রথম সরবতে ১০ ভাগ জলে ৪ ভাগ সিরাপ আছে। দ্বিতীয় সরবতে ওই সমপরিমাণ জলে ৬ ভাগ সিরাপ আছে। এখানে অবশ্যই করে ৬ ভাগ সিরাপের সরবতটি বেশি মিষ্টি হবে।
উত্তর: অতএব, দ্বিতীয় সরবতটি বেশি মিষ্টি।
আরো দেখো:
অনুপাত বলতে দুটি ___ রাশির তুলনা বোঝায়।
- https://brainly.in/question/19560693
Similar questions
Physics,
5 months ago
India Languages,
5 months ago
Hindi,
10 months ago
English,
10 months ago
Chemistry,
1 year ago