অপসারী পাত সীমানা কে গঠনকারী পাঠ সীমানা বলা হয় কেন
Answers
Answer:
কারণ অপসারি পাত পরস্পরের থেকে দূরে সরে যায়।
ফলে পাত দুটির মাঝে ফাটলের সৃষ্টি হয় এবং অগ্নুৎপাত ঘটে। এই অগ্নুৎপাতের লাভা সঞ্চিত হয়ে বিভিন্ন ধরনের ভূভাগ তৈরি করে।
তাই অপসারী পাত সীমানা কে গঠনকারী পাঠ সীমানা বলা হয়।
Mark it Brainlist
অপসারী পাত সীমানা কে গঠনকারী পাঠ সীমানা বলার কারণ :
অপসারি পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে গেলে , সেই পরস্পর দূরে সরে যাওয়া পাত দুটির মধ্যে ফাটলের সৃষ্টি হয় এবং সেই ফাটল বরাবর ভূ-গর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ উঠে এসে শীতল ও কঠিন হয়ে যায় এবং নতুন মহাসাগরীয় ত্বক আর মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয় বা নতুন ভূমিরূপ গঠিত হয় ,এ কারণে এই ধরনের অপসারী পাত সীমানা কে গঠনকারী পাত সীমানা বলে।
অপসারী পাত সীমানার উদাহরণ :
যেমন - আমেরিকান পাত ও আফ্রিকান পাত বরাবর এই রূপ পাত সীমানা দেখা যায়।
ভূ-গর্ভস্থ উত্তপ্ত গলিত যে পদার্থ থাকে তাকে ম্যাগমা বলা হয়। এবং সেই মেঘমা যখন ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলা হয়। এই লাভাই পরবর্তীকালে জমাট বেঁধে নতুন ভূমিরূপ সৃষ্টি করে।
আরও পড়ুন:
what is magma short answer questions
https://brainly.in/question/20863524
what is lava?Explain briefly.
https://brainly.in/question/18775466
#SPJ3