Math, asked by anushrinaskar, 9 months ago

০৪ ও ৪ একই না আলাদা​

Answers

Answered by Anonymous
0

০৪ এবং ৪ সম্পূর্ণরূপে একই মানবিশিষ্ট।

- কোন পূর্ণ সংখ্যা যখন শূন্য দিয়ে শুরু হয়,তখন শুরুর দিকের এক বা একাধিক শূন্যের কোন সাংখ্যিক মান থাকে না। তবে,শূন্যের পরে সংখ্যায় দশমিক থাকলে ব্যাপারটি আলাদা হবে,এখানে দশমিক সংখ্যা ব্যতীত সমস্ত পূর্ণসংখ্যার কথা বলা হয়েছে।

- একটি পূণ্য সংখ্যায় শূন্যের মান তখনই হয় যখন শূন্যের আগের কোন এক স্থানে (দশক,শতক হাজার ইত্যাদি) শূন্য ব্যাতীত অন্য কোন পূণ্য সংখ্যা থাকে (১ থেকে ৯)।

- অর্থাৎ,

১০১,এই সংখ্যাটির শূন্যের আগে শতকের ঘরে ১ অংকটি থাকায় এখানে প্রদত্ত শূন্যের মান আছে।

কিন্তু

০১১,এই সংখ্যাটির শূন্যের আগে কোন পূর্ণ সংখ্যা না থাকায় এখানে প্রদত্ত শূন্যের মান নেই। তাই এই সংখ্যার সাংখ্যমান ১১-এর সমান।

- একইভাবে, ০৪ -এর সাংখ্যমান  হলো ৪। তাই দুটি সম্পূর্ণরূপে একই সংখ্যা।

Similar questions