পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত
Answers
Answered by
119
পুকুরের জল পরিষ্কার রাখার জন্য যে যে নিষেধাজ্ঞা জারি করা উচিৎ তা হলো ------
- স্বাস্থ্যকর মাছের জনসংখ্যা বজায় রাখতে হবে।
- উদ্ভিদের যথাযথ ভারসাম্য বজায় রাখতে হবে।
- পুকুরের মাছকে অতিরিক্ত খাওয়ানো যাবে না ।
- পুকুরে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক পদার্থ প্রয়োগ করা যাবে না।
- পুকুরের জন্য সঠিক ভাবে পাম্প চয়ন করতে হবে।
- পুকুরের জলে নর্দমার জল যাতে না আসে, তার জন্য যথাযথ ব্যবস্থা করে দিতে হবে ।
- পুকুরের জল চিকিৎসা অন্বেষণ করাতে হবে।
- পুকুরের জলে ময়লা বা আবর্জনা ফেলা যাবে না।
- পুকুরের জলে স্নান এবং কাপড় কাচাকাচি আর বাসন ধোঁয়া যাবে না।
আশা করি ,এই উওর টা তোমাকে সাহায্য করবে।
PLEASE THANKS AND FOLLOW ME GUYS...
PLEASE MARK AS BRAINLIEST ANSWER...
Answered by
39
Answer:
পুকুরের জল পরিষ্কার রাখতে নিচের নিষেধাজ্ঞা গুলি জারি করা উচিত:-
(i) পুকুরের গবাদি পশুর স্নান করানো যাবে না।
(ii) পুকুরের গবাদিপশুর মলমূত্র ফেলা যাবে না।
(iii) পুকুরে গবাদিপশুর মলমূত্র ফেলা যাবে না।
(iii) পুকুরে বাড়ির আবর্জনা ফেলা যাবে না।
(iv) পুকুরে বাসন মাজা যাবে না।
Similar questions