ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখাে।
Answers
Answered by
17
Answer:
ভৌত পরিবর্তন :
১। ভৌত পরিবর্তনে কোন নতুন ধরনের বস্তু সৃষ্টি হয় না ।
২। বস্তুর ভৌত ধর্মের পরিবর্তন হয় ।
৩। বস্তুর অনুর গঠনের পরিবর্তন হয় না ।
৪। এ পরিবর্তন অস্থায়ী । সাধারণ পরিবর্তনের কারণ ( যেমন , তাপ ও চাপ ) সরিয়ে নিলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে ।
৫। তাপ শক্তির শোষণ বা উদগিরণ ঘটতে পারে।
রাসায়নিক পরিবর্তন :
১। রাসায়নিক পরিবর্তনে সম্পূর্ণ নতুন ধরনের এক বা একাধিক বস্তু সৃষ্টি হয় ।
২। বস্তুর ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় ।
৩। বস্তুর অনুর গঠনের পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন অনুর সৃষ্টি হয় ।
৪। এ পরিবর্তন স্থায়ী । বস্তুকে পূর্বের অবস্থায় সহজে ফিরিয়ে আনা যায় না ।
৫। তাপ শক্তির শোষণ বা উদগিরণ অবশ্যই ঘটবে ।
Similar questions