মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও ইতিহাস
ষষ্ট শ্রেণি
অধ্যায় :-
১.
ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ।
ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা।
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনের একটি সচিত্র বর্ণনা দাও (৫০ / ৬০ টি শব্দে)।
ধাতু, চাকা, আগুন – এই তিনটির মধ্যে কোনটিকে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার বলে তুমি মনে
করাে? (দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও)।
মনে করাে তুমি প্রাচীনকালে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ শহর হরপ্পায় গেছে। সেখানে গিয়ে তুমি কী কী দেখবে তার
একটি চার্ট বানাও।
নীচের কোন কোন কারণগুলি সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে উঠার জন্য প্রযােজ্য ছিল? (টিক চিহ্ন
দাও)– ক) সিন্ধু নদী থেকে পানীয় জল পাওয়া যেত। খ) সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিলাে।
(গ) সিন্ধু নদী দিয়ে বাণিজ্য হতাে।
(ঘ) সিন্ধু নদী অববাহিকায় প্রচুর লােহা পাওয়া যেত।
Answers
Answered by
11
Answer:
ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ
Answered by
4
Explanation:
সিন্ধু নদী দিয়েবাণিজ্য হতো
Similar questions