একটি বৃত্ত অঙ্কন করে পাঁচটি গুরুত্বপূর্ণ অক্ষরগ মানসহ চিহ্নিত করা।
Answers
Answer:
জ্যামিতি গণিতের একটি শাখা যেখানে আকার ও আকৃতি এবং এতদসম্পর্কিত বিভিন্ন আঙ্গিকের পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করা হয়। ... করা যায়। যেকোন প্রদত্ত বিন্দুকে কেন্দ্র ধরে ও যেকোন প্রদত্ত ব্যাসার্ধ (বৃত্তের যেকোন বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব) দিয়ে একটি বৃত্ত আঁকা সম্ভব। ... উপরের পাঁচটি স্বতঃসিদ্ধকে অনান্য সংজ্ঞায়িত পদের সাথে বিভিন্নভাবে সমন্বিত করে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক জ্যামিতিক বস্তুর ধর্মগুলি দ্রাঘিমারেখাগুলাে সঠিকরূপে অঙ্কন করাকেই অভিক্ষেপ বলে। ভূগােল বিজ্ঞানে মানচিত্রের নির্ভুলতা প্রমানের জন্য অভিক্ষেপ. অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে আলােচ্য ইউনিটে মানচিত্র ও ... অক্ষরেখা ও দ্রাঘিমারেখা ব্যতীত পৃথিবী বা পৃথিবীর কোনাে অংশের মানচিত্র সঠিকভাবে অঙ্কন করা সম্ভব ... মেরু বিন্দুতে, নিরক্ষীয় অঞ্চলে অথবা অন্য কোনাে স্থানে সমতলভাবে কাগজ স্থাপন করে অভিক্ষেপ করা হয় বলে ... প্রধান পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। ... ০.৫ ইঞ্চি ব্যাসার্ধ ...