অনুপাত বলতে দুটি রাশি তুলনা বোঝায়
Answers
Answered by
39
সপ্তম শ্রেণী - অনুপাত
অনুপাত বলতে দু'টি সমজাতীয় রাশির তুলনা বোঝায়।
ব্যাখ্যা:
- দু'টি সমজাতীয় রাশির তুলনা করা হয় অনুপাতের সাহায্যে। এটি : চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
- অনুপাত দু'টি সমজাতীয় রাশির সংখ্যা বা পরিমাণকে পরস্পর ভাগ করে প্রকাশ করা হয়।
- অনুপাতের কোনো একক নেই। এটি দু'টি সংখ্যার গাণিতিক প্রকাশ মাত্র।
- ঐকিক নিয়ম বা অনুপাত নিয়মে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সরল ও ব্যস্ত সমানুপাতী -এর ব্যবহার আছে।
- যেমন: দুই বন্ধুর কাছে পেনের সংখ্যা যথাক্রমে 7 ও 17। অতএব পেনের সংখ্যার অনুপাত = 7 : 17।
1. A bag contains rupee, 50 paise, 25 paise and 10 paise coins in the proportion 1:3:5:7 if the amount is 22.25, find the n...
- https://brainly.in/question/9755589
2. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর । 3 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল । বর্তমানে তাদের বয়স কত?
- https://brainly.in/question/3033189
Answered by
11
2×2=4
33×33 = 12234567
Similar questions