India Languages, asked by rockingdud10, 8 months ago

তবে তিনি তো ওরিয়েন্টাল আর্ট এর প্রবর্তক- এখানে কার কথা বলা হয়েছে?​

Answers

Answered by Asikur
25

Answer:

গগনেন্দ্রনাথ ঠাকুর। i think it will help you

Answered by Anonymous
1

এখানে নন্দলাল বসুর কথা বলা হয়েছে

উদ্ধৃতি :

  • উদ্ধৃত প্রশ্নটি এবং উদ্ধৃত উক্তিটি রামকিঙ্কর বেইজ রচিত আত্মজীবনীমূলক রচনার নির্বাচিত অংশ আত্মকথা থেকে নেওয়া হয়েছে।

উত্তরের ব্যাখ্যা :

  • ভাস্কর রামকিঙ্কর বেইজের শান্তিনিকেতনে আগমনের চার বছর আগেই কলা বিভাগের অধ্যক্ষ হয়ে আসেন আচার্য নন্দলাল বসু।
  • রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু'কে যথেষ্ট সম্মান করতেন এবং তার ব্যাপারে আলোচনা করার সময় তিনি বলেছিলেন যে অরিয়েন্টাল আর্ট এর প্রবর্তক হলেন নন্দলাল বসু এবং তিনি (নন্দলাল বসু) ওয়েস্টার্ন আট খুব একটা পছন্দ করতেন না।

অতএব, আমরা উদ্ধৃত বক্তব্যটি কার উদ্দেশ্যে করা হয়েছে সেটি সম্পর্কে জানতে পারলাম।

#SPJ6

Similar questions