৬. জীবদেহে জলের যেকোনাে তিনটি ভূমিকা ব্যাখ্যা করাে।
Answers
Answer:
জীবদেহে জলের প্রয়োজনীয়তা ( Importance of Water in Biological body )
জীবন ধারনের জন্য জল একান্ত প্রয়োজন। জীবদেহের ওজনের 60%-90% জলের প্রয়োজন। স্থলজ উদ্ভিদ মূলরোম দ্বারা মাটি থেকে এবং জলজ উদ্ভিদ সমগ্র দেহ তল দিয়ে ব্যপন প্রক্রিয়ায় জল শোষণ করে। প্রাণীরা বিভিন্ন খাদ্যদ্রব্য ও পানীয় মাধ্যমে জল গ্রহন করে। নিম্নে জীবদেহের জলের প্রয়োজনীয়তা দেওয়া হল।
উদ্ভিদ দেহে জলের প্রয়োজনীয়তা ( Importance of Water in Plant body )
১৷ জল সজীব কোষে প্রোটপ্লাজমের উপাদান।Image removed.
২৷ উদ্ভিদ দেহে বাষ্পমোচন, সালোকসংশ্লেষ, শ্বসন, রেচন প্রভৃতি ক্রিয়ায় জলের বিশেষ প্রয়োজন।
৩৷ জল ছাড়া উদ্ভিদ দেহে সংবহন ক্রিয়া সংগঠিত হয় না।
৪৷ জীবের অঙ্কুরোদ গমের জন্য জলের প্রয়োজনীয়তা আছে।
প্রাণীদেহে জলের প্রয়োজনীয়তা
১৷ জল প্রাণী কোষের প্রোটপ্লাজমের প্রধান উপাদান।Image removed.
২৷ জলের সাহায্যে প্রাণীদেহে খাদ্যের পরিপাক হয়।
৩৷ জল রক্ত ও লসিকার আবশ্যকীয় উপাদান।
৪৷ রেচন দ্রব্য বর্জনেও জলের বিশেষ ভূমিকা আছে।
Mark it Brainlist
Answer:
ধন্যবাদ
Step-by-step explanation:
নমস্কার ।।।।।।।।।।।।।।।।