চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন কিভাবে সংঘটিত হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করো
Answers
Answered by
65
Answer:
হ্যালো আশা করি এটি আপনাকে সহায়তা করবে
Explanation:
উপবৃত্তাকার কক্ষপথের কারণে, উত্তর গোলার্ধের শীতে পৃথিবী সূর্যের কাছাকাছি থাকে। তবে, সূর্য থেকে দূরত্ব affectতুগুলিকে প্রভাবিত করে না। পৃথিবীর অক্ষের কাতগুলি theতু পরিবর্তনের কারণ ঘটায়।
Attachments:
Answered by
1
চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন কিভাবে সংঘটিত হয় তা সংক্ষেপে বর্ণনা করা হল -
- পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয়।এবং এই আবর্তন কালে নিজের অক্ষের সাপেক্ষে কিছুতা হেলে অক্ষের চারপাশেও আবর্তিত হয়।
- এরকম ভাবে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে, তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিন গুলো বড়ো হতে থাকে সাথে সাথে সূর্য রশ্মি পড়ে অনেক লম্বা ভাবে। ফলে এই দীর্ঘ দিবাকাল ধরে পৃথিবী উত্তপ্ত হয় প্রখর সূর্যের তাপে ।দীর্ঘদিন ধরে এরকম চলতে থাকে। ফলে এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল হয় ।
- ঠিক একিরকম ভাবে যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে,উত্তর গোলার্ধে তখন দিন ছোট আর রাত বড় হতে থাকে সাথে সাথে সূর্য রশ্মি বাকা পড়ে ।ফলে পৃথিবী বেশিক্ষণ ধরে উতপ্ত হয় না। এই সময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল।
- চিত্র-
Attachments:
Similar questions