Biology, asked by sahahena329, 6 months ago

২.
‘অবাক তাকায় চড়ুই পাখি’ – চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায়?
৩. ‘খােকন সগর্বে তার ড্রইং খাতাগুলাে নিয়ে এল।
– কার কাছে খােকন তার ড্রইং খাতাগুলাে নিয়ে এসেছে? তার গর্ববােধ করার কারণ কী?
৪. আলাউদ্দিন খিলজির মতাে দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথ
৫ ‘ছন্দে শুধু কান রাখাে’ কবিতায় কবি ছন্দের প্রতি মনােযােগ দিতে বলেছেন কেন?
‘সেই শােকে কালবৈশাখীর ঝড় উঠলাে আকাশে’ – উদ্ধৃতাংশে কোন্ শােকের প্রসঙ্গ এসেছে?
» ‘দাম’ শব্দটি বাংলায় কীভাবে এসেছে?
৮. একটি মিশ্র শব্দের উদাহরণ দাও।​

Answers

Answered by Anonymous
0

Answer:

NBC BBC biatrade has been

Explanation:

hমনােযােগ দিতে বলেছেন কেন?

‘সেই শােকে কালবৈশাখীর ঝড় উঠলাে আকাশে’ – উদ্ধৃতাংশে কোন্ শােকের প্রসঙ্গ এসেছে?

» ‘দাম’ শব্দটি বাংলায় কীভাবে এসেছে?

৮. একটি মিশ্র শব্দের উদাহরণ দাও।

Answered by krishna210398
0

Answer:

উত্তর নিচে দেওয়া.

Explanation:

  1. তিনটি শালিক যখন নিজেদের মধ্যে ঝগড়া নিজেরাই থামতে ব্যস্থ থাকে তখন চড়ুই পাখি অবাক হয়ে তাকায়।
  2. খোকনের বাবার বিখ্যাত এক চিত্রকার বন্ধু , তার কাছে খোকন তার ড্রইং খাতাগুলো নিয়ে এসেছিলো। খোকনের গর্ববোধ হওয়ার কারণ সে ঘন কালো মেঘের ছবি আঁকতে গিয়ে কুমিরের ছবি এঁকে ফেলেছে। আর ঠিক সেই মুহুর্তে বাবার বন্ধু বিখ্যাত চিত্রকর তাদের বাড়িতে আসেন।
  3. সম্রাট কুতুবউদ্দিন আইবেক পৃথিবীর শ্রেষ্ঠ মিনার তৈরি করেছিল। পৃথিবীর অন্যান্য দশগুলি এরকম মিনার তৈরি তো দূরের কথা সাহস পর্যন্ত দেখাতে পারেনি। কিন্তু আলাউদ্দিন খলজী কুতুবের চেয়েও দ্বিগুণ উঁচু মিনার তৈরির সাহস দেখিয়েছিলেন। এই প্রসঙ্গে সৈয়দ মুজতবা আলী এই কথাটি বলেছিলেন
  4. ঝড়-বাদল, নদীর স্রোত, ঝিঁঝির ডাক, মোটরের চাকা সর্বত্র ছন্দ লুকিয়ে আছে। প্রকৃতির প্রতিটি পরতে পরতে ছন্দের আনাগোনা। নৌকা চলার ছন্দ, ঘড়ির কাঁটায় ছন্দ। দিন-রাত সব ছন্দেতে বাঁধা। যা যা শব্দ আমরা শুনতে পাই সবেতেই ছন্দ রয়েছে। যারা এই ছন্দ কান পেতে শুনবে, মন দিয়ে নেবে, তারা ভুবনটিকে চিনতে পারবে। ছন্দ-সুরের সংকেতে মনের মাঝে মজা জমবে। জীবন পদ্যময় হবে। ছন্দে যদি কান না-দাও তাহলে পদ্য লেখা যেন সহজ হবে না।
  5. কালবৈশাখীর ক্ষণিকের আগমনে মাঠ, ঘাট, হাট, বন, আকাশ-বাতাস সবকিছুই কেঁপে ওঠে। বিশ্বজুড়ে এই ফেটে পড়া নিন্দা দেশের বিপ্লবাত্মক পরিস্থিতিকে কবি আকাশে কালবৈশাখী ঝড় ওঠার সঙ্গে তুলনা করেছেন।
  6. গ্রিক শব্দ দ্রাখমে থেকে সংস্কৃত দক্ষ শব্দটি এসেছে। দক্ষ শব্দটি আবার পরিবর্তন হয়ে দম্ম শব্দটি এসেছে। আর এই দম্ম শব্দের প্রকৃত রূপের মধ্যে দিয়ে দাম শব্দটি এসেছে। যার অর্থ হলো মূল্য।
  7. মাস্টারমশাই = মাস্টার+মশাই (ইংরেজি + বাংলা)

#SPJ2

Similar questions