India Languages, asked by rupakkarmakar577, 8 months ago

৭। পদ পরিবর্তন করাে ?
দেশ, জল, গৌরব, শ্যামল, অধিক, কোমল।​

Answers

Answered by arpitajana879
9

Answer:

Deshio

Jolio

Gorbito

Samoliyo

Odhikotor

Komolio

Mark me as brainliest

Answered by poonammishra148218
0

Answer:

আজকের অধ্যায়ে আমারা বাংলা পদ পরিবর্তন নিয়ে আলোচনা করব। ক্লাস ফাইভ (পঞ্চম শ্রেণী) থেকে ক্লাস টেন (দশম শ্রেণী) পর্যন্ত প্রতিটি ক্লাসে পদ পরিবর্তন পড়ানো ও শেখানো হয়। এবং ছাত্র-ছাত্রীদের কাছে এই পদ পরিবর্তন অনেক সময় ভীতির কারণ হয়ে দাঁড়ায়। ছাত্র-ছাত্রীদের কাছে এই পদ পরিবর্তন যাতে করে সহজ হয় তাই বেশ কিছু পদ পরিবর্তন নিচে দেওয়া হল। ছাত্র ছাত্রীদের কাছে আমাদের প্রয়াস যদি কাজে লাগে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে।

Explanation:

Step 1: ব্যাকরণের নিয়ম অনুসারে বাক‍্যের মধ‍্যে ব‍্যবহৃত না হ‌ওয়া পর্যন্ত কোনো শব্দের পদ-পরিচয় স্পষ্ট হয় না বা বোঝা যায় না। বিশেষত সেটি বিশেষ্য না বিশেষণ। তবুও প্রচলিত ধারণা অনুযায়ী প্রতিটি শব্দের‌ মোটামুটি একটা পদ-পরিচয় আছে। এই ধারণা থেকেই আমরা বিশেষ্য থেকে বিশেষণ পদ পরিবর্তনের একটি তালিকা প্রস্তুত করেছি যা ছাত্র ছাত্রীদের কাজে লাগবে বলেই আমাদের বিশ্বাস।

Step 2: উত্তর: প্রচলিত শব্দার্থের ভিত্তিতে একটি শব্দকে বিশেষ‍্য রূপ থেকে বিশেষণ রূপে বা বিশেষণ থেকে বিশেষ‍্য রূপে পরিবর্তিত করাকে পদ পরিবর্তন বা পদান্তর বলে।

Step 3: শব্দ ও পদ অধ্যায়ে আমরা জেনেছি পদ কী । আমরা জানি, বাক্যে ব্যবशৃত শব্দ বা ধাতুকে পদ বলে। কিন্তু প্রথাগত ভাবে আমরা একটিমাত্র শব্দেরই পদ পরিবর্তন করে এরেছি ছোটোবেলা থেকে। আমরা কি তবে ভুল করেছি? না, আমরা ভুল করিনি। এমনিতে ব্যাকরণের নিয়ে্ম বাক্যের মধ্ধ্য ব্যবসৃত না হওয়া পর্যন্ত কোনো শব্দের পদ-পরিচয় স্পষ্ট হয় না। অর্থাৎ সেটি বিশেষ্য হবে না বিশেষণ रবে, তা নিশ্চিত জানা যায় না। কিন্তু তা না গোেও প্রতিটি শব্দেরই একটা মোটামুটি পদ্ররিচয় আছে। যেমন: জল, মাটি, মানুষ, মন, সুখ, জন্ম, বায়ু প্রছৃতি পদগুলি সাধারণত বিশ্ষষ্য রূপেই কাজ করে এবং জলীয়, মেটে, মানুষিক, মানসিক, সুখী প্রছৃতি পদ্গেল বিশেষণ রূপে ব্যবহৃত হুয়।তাই আমরা সাধারণ জাবে যে পদান্তর করি, তা সর্মধিক পরিচিত অর্থের ভিন্তিতে করি।

Learn more about similar questions visit:

https://brainly.in/question/32502768?referrer=searchResults

https://brainly.in/question/44310922?referrer=searchResults

#SPJ3

Similar questions