India Languages, asked by rupabibi1995alamin, 9 months ago

মানুষের ক্রিয়াকলাপ “পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা” বিনাশের অন্যতম প্রধান কারণ—যুক্তিসহ ব্যাখ্যা দাও।

Answers

Answered by chibi80
8

see this attachment

hope it's help

take care yourself ♥️

Attachments:
Answered by Anonymous
0

মানুষের ক্রিয়া-কলাপ "পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা" বিনাশের অন্যতম কারণ, এই মন্তব্যের ব্যাখ্যা হল নিম্নরূপ -

  • পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হলো বায়ুমণ্ডলের ওজোন স্তর যা সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে।
  • কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে বায়ুমণ্ডলের এই প্রয়োজনীয় ওজোন স্তরের মধ্যে গর্তের সৃষ্টি হচ্ছে যার ফলে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে বিভিন্ন সমস্যা তৈরি করছে।
  • ওজোন স্তরের এহেন বিয়োজন হওয়ার পেছনে একটি অন্যতম মূল কারণ হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন জাতীয় পদার্থ বেশি পরিমাণে উদ্ভাবন এবং বায়ুমণ্ডলে প্রবেশ।
  • এখন এই ক্লোরোফ্লুরোকার্বন জাতীয় পদার্থ সৃষ্টি হয় মনুষ্য ও ক্রিয়া-কলাপের জন্য যেমন - এসি বা রেফ্রিজারেটর ব্যবহার করা ইত্যাদি।
  • তাই আমরা সহজেই এই সিদ্ধান্তে আসতে পারি যে মানুষের ক্রিয়া-কলাপই পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা অর্থাৎ ওজোন স্তরের বিনাশের অন্যতম প্রধান কারণ।

অতএব, আমরা প্রাকৃতিক সৌরপর্দা বিনাশের পেছনে মানুষের অবদান সম্পর্কে আলোচনা করলাম।

#SPJ3

Similar questions