India Languages, asked by ashokkumarsingh8591, 8 months ago

দু ঃখি তুই , তাইতো মা ঘুচাব আজ কথক কীভাবে তার মায়ের দুঃখ দূর করতে চায়

Answers

Answered by Swarup1998
21

আমি সাগর পাড়ি দেবো

কাজী নজরুল ইসলাম

প্রশ্ন: "দুঃখিনী তুই, তাইতো মা এ দুখ ঘুচাব আজ" - কথক কীভাবে তার মায়ের দুঃখ দূর করতে চান?

উত্তর:

  • "আমি সাগর পাড়ি দেবো" কবিতার কথক বাণিজ্য করবেন বলে মনস্থির করেছেন। বাণিজ্যে গিয়ে তিনি দুষ্প্রাপ্য মণি সংগ্রহ করে আনবেন।

  • তিনি তাঁর মায়ের হাতে তুলে দেবেন জহরত, পান্না, চুনি ও মুক্তার মতো দামী পাথর ও তার অলংকার।

  • মূল্যবান পাথর থাকলে কথক হবেন রাজার কুমার আর তাঁর মা হবেন রাজরানি। এতে করে কথকের মায়ের দুঃখ দূর হবে।
Answered by gourangamajhi2000
4

Explanation:

দুঃখিনী তুই তাইতো মা এ দুখ যাচাবে আজ

Similar questions