সন্ত্রাসের রাজত্ব নামকরণ কতটা যুক্তিযুক্ত
Answers
Answer:
ফ্রান্সে মাক্সমিলিয়ন দি রবস্পিয়ার এর নেতৃত্বে জেকোবিন দল ১৭৯৩ এর জুন মাসে থেকে ১৭৯৪ এর জুলাই মাস পর্যন্ত এই ১৩ মাস সন্ত্রাসের শাসন বা সন্ত্রাসের রাজত্ব( Reign of Terror)কায়েম করেছিলেন।
উদ্দেশ্য: সন্ত্রাসের শাসনের প্রধান উদ্দেশ্য ছিলো - (১) ভীতি প্রদর্শন করে ফ্রান্সের জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা করা।
(২) ফ্রান্সের অভ্যন্তরীণ কালোবাজার ও মজুটদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
(৩) অভিজাত ভূস্বামীদের জমি বাজেয়াপ্ত করে কৃষক দের মধ্যে বণ্টন করা।
(৪) বিশাল সৈন্য বাহিনী গঠন করে ও ফরাসি অস্ত্র কারখানা তৈরি করে সামরিক ক্ষমতা বৃদ্ধি করা।
# সন্ত্রাসের ভয়াবহতা: সন্ত্রাসের রাজত্ব এর সময়ে প্রায় ৫০ হাজার নরনারী কে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়। সন্দেহের আইন অনুযায়ী ৩ লাখ মানুষ কে বন্দী করা হয়।
# অবসান: ১৭৯৪ সালের ২৭ এ জুলাই জিরণ্ডিন ও যেকোবিন দলের আতঙ্কিত সদস্যরা রবস্পিয়র ও তার অনুগামীদের বন্দী করে এবং ২৮ এ জুলাই তাদের গিলোটিন যন্ত্রে হত্যা করা হয় ও রবসপিয়ার এর মৃত্যু তে সন্ত্রাসের রাজত্ব এর অবসান ঘটে।
# উপসংহার: ঐতিহাসিক এ. যে. পি. টেলরের মতে " সন্ত্রাস বিপ্লব কে রক্ষা করেছিল" । তার এই উক্তি যতই যুক্তি সংগত হক না কেন, সন্ত্রাসের শাসনে অনেক গরীব ও নির্দোষ ব্যাক্তি দের মৃত্যু দণ্ড দেওয়া হয় তাই ঐতিহাসিক রাইকার যোথার্থই বলেছেন যে "রবস্পিয়ারের এই ১৩ মাসের রাজত্ব সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত" ।