১) ২ - ৩ টি বাক্যে উত্তর দাও।
(ক) ইয়ং ইতালি
(খ) জোলভারেইন
(গ) রিসর্জিমেন্টো
(ঘ) ঘেটো
(ঙ) ফ্যাক্টরি প্রথা
২) ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও।
ক-স্তম্ভ
খ-স্তম্ভ।
মেটারনিক ব্যবস্থা
(a) ভূমিদাসদের মুক্তি দান
(ii) বিসমার্ক
(b) নৈরাজ্যবাদী
(iii) জার দ্বিতীয় আলেকজান্ডার
(c) রক্ত ও লৌহ নীতি
(iv) মার্কস ও এঙ্গেলস
(d) ইউরােপে পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা
(e) কমিউনিস্ট ম্যানিফেস্টো
৩) ৭ - ৮ টি বাক্যে উত্তর দাও।
ক. বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সঙ্গে ইংল্যান্ডের শিল্পবিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করাে।
খ. ঔপনিবেশিক শক্তিগুলি কেন চিন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল ?
Answers
Answered by
0
১)
ইয়ং ইতালি:
- ইয়ং ইতালি, ইতালীয় জিওভাইন ইতালিয়া, একটি ঐক্যবদ্ধ, প্রজাতন্ত্রী ইতালীয় জাতির জন্য কাজ করার জন্য 1831 সালে জিউসেপ ম্যাজিনি দ্বারা প্রতিষ্ঠিত আন্দোলন।
- স্বাধীনতার কারণে অনেক ইতালীয়কে আকৃষ্ট করে, এটি রিসোর্জিমেন্টোতে (ইতালীয় একীকরণের সংগ্রাম) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
জোলভারেইন:
- ১৮১৯ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া বাদে জার্মানির বেশিরভাগ রাজ্যে রাশিয়ার নেতৃত্বে যে আন্তঃরাষ্ট্রীয় শুল্ক সংস্থা গঠিত হয়, তাকেই বলা হয় জোলভেরাইন।
- এর রূপকার ছিলেন জার্মানির অর্থনীতিবিদ ম্যাজেন।
রিসর্জিমেন্টো:
- কার্বোনারি সমিতির হাত ধরে ইতালিতে এক জাতীয়তাবাদী জাগরণ তথা আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিসর্জিমেন্টো বা পুনরুত্থান বা নবজাগরণ।
- এই জাগরণের মধ্যদিয়ে ইটালিবাসী তাদের অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও বীরগাথা সম্পর্কে বিশেষ অবগত হয়।
ঘেটো:
- ঘেটো, পূর্বে একটি শহরের রাস্তা বা কোয়ার্টার, ইহুদিদের জন্য একটি আইনত বলবৎ আবাস এলাকা হিসাবে আলাদা করা হয়েছিল।
- ইহুদিদের প্রথম দিকে জোরপূর্বক বিচ্ছিন্নকরণের একটি ছিল মুসলিম মরক্কোতে যখন, ১২৮০ সালে, তাদের মিল্লা নামক পৃথক কোয়ার্টারে স্থানান্তরিত করা হয়েছিল।
ফ্যাক্টরি প্রথা:
- শিল্প বিপ্লবের আগে শ্রমিকরা নিজ গৃহে বসে ছােটোখাট যন্ত্রপাতি দিয়ে পণ্য উৎপাদন করত।
- এই শিল্পকে বলা হত কুটির শিল্প। কিন্তু শিল্প বিপ্লবের পর বৃহদায়তন কলকারখানা অল্প সময়ে একসঙ্গে অনেক পণ্য উৎপাদন হতে শুরু করে এই ব্যবস্থাকেই বলা হয় ফ্যাক্টরি প্রথা।
২) ক - স্তম্ভ খ - স্তম্ভ
(i) মেটারনিক ব্যবস্থা (d) ইউরোপের পুরাতন তন্ত্র পুনঃপ্রতিষ্ঠা
(ii) বিসমার্ক (c) রক্ত ও লৌহ নীতি
(iii) জার দ্বিতীয় আলেকজান্ডার (a) ভূমিদাসদের মুক্তি দান
(iv) মার্কস ও এঙ্গেলস (e) কমিউনিস্ট ম্যানিফেস্টো
(v) প্রুডো (b) নৈরাজ্যবাদী
৩) ক.
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল শিল্প প্রযুক্তির বিপ্লব এবং তার সার্থক ব্যবহার।
- দ্রুতগতিতে লােহা গলাবার জন্য এক বিশেষ ধরনের চুল্লি ব্লাস্ট ফার্নেস আবিষ্কৃত হয় এবং এর ফলে ১৭৭০ সালের মধ্যে ইংল্যান্ডের লৌহ যুগের সূচনা হয়।
- ১৭৩৩ খ্রিস্টাব্দে থেকে ১৭৮৫ খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডে বিভিন্ন আবিষ্কারের ফলে সুতে কাটা এবং কাপড় বােনার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটে ।
- বৃহৎ শিল্প স্থাপনের জন্য কয়লার উৎপাদ বৃদ্ধির প্রয়ােজনীয়তা দেখা দিলে খনির মধ্যে ও বাষ্প চালিত যন্ত্রপাতির প্রবর্তন শুরু হয়।
- ১৮১৫ খ্রিস্টাব্দে হামফ্রি ডেভির আবিষ্কৃত নিরাপত্তা বাতি ব্যবহারের ফলে খনিতে কাজ করা অপেক্ষাকৃত সহজ ও কম বিপজ্জনক হয়। এর ফলে কয়লা উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পায় ।
- এই সময় পাথরকুচি ও পিচের মাধ্যমে ইংল্যান্ডে উন্নত ধরনের যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়। এভাবে দেখা যায় যে, শিল্প উৎপাদন বৃদ্ধি ও পণ্যের গুণগত মান উন্নয়নে শিল্প প্রযুক্তির বিশেষ ভূমিকা ছিল।
৩)খ.
শিল্প বিপ্লবের পরে কাঁচামাল সংগ্রহ, বাজার দখল, সাম্রাজ্যবাদী নীতি প্রভৃতি কারণে ইউরোপীয় দেশ গুলির মধ্যে তুমুল ঔপনিবেশিক প্রতিযোগিতা শুরু হয়।
- যেসব এলাকায় এই প্রকার প্রতিযোগিতা শুরু হয় তার মধ্যে অন্যতম এলাকা হলাে চীন ও আফ্রিকা।
- ১৮৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় দেশগুলাের কাছে অজানা ছিল। তাই আফ্রিকা পরিচিত ছিল অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হিসেবে।
- ১৮৭০ এর আগে আফ্রিকায় যে সকল স্থানে বিদেশি উপনিবেশ ছিল সেই সকল স্থান গুলি হল--উত্তমাশা অন্তরীপ, কেপ কলােনি, নাটাল, গিনি ইত্যাদি স্থান।
- বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড আফ্রিকা সম্পর্কে খবর সংগ্রহ করতে আন্তর্জাতিক আফ্রিকা সভা গঠন করেন। তিনি কঙ্গো অববাহিকা উপনিবেশ স্থাপন, করলে ইংল্যান্ড ও বেলজিয়ামের মধ্যে বিরােধ শুরু হয়।
- একইভাবে চীনের উপরে দখল নিয়ে ইংল্যান্ড, জার্মানি ফ্রান্স ইতালি পর্তুগাল প্রভৃতি দেশগুলির মধ্যে বিরোধ শুরু হয় ।
#SPJ3
Similar questions
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Computer Science,
9 months ago
Math,
9 months ago
English,
1 year ago
Chemistry,
1 year ago