India Languages, asked by royavishek2005, 10 months ago



‘ধীবর -বৃত্তান্ত’ নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তায় সমাজের কোন ছবি ফুটে উঠেছে?

Answers

Answered by ItzShinyQueen13
115

\huge\underline{\underline{\texttt{\purple{A}\blue{n}\green{s}\pink{w}\orange{e}\red{r:-}}}}

সংস্কৃত সাহিত্যের সর্বাধিক প্রজ্বলিত নক্ষত্র মহাকবি কালিদাস । তাঁর অসংখ্য সৃস্টি সম্ভারের মধ্যে ' অভিজ্ঞানম শকুন্তলম ' একটি উজ্জ্বল উদ্ধার । এই নাটকের ষষ্ট অঙ্ক থেকে নেওয়া ধীবর বৃত্তান্ত নামক অংশটি ।

আমাদের আলোচনার প্রেক্ষিত ধীবরের চারিত্রিক ঘূর্ণনের বর্ণনা । নাটকের অংশটি গভীর অভিনিবেশে পাঠ করলে ধীবর চরিত্রের বিশেষ কয়েকটি দিক আমাদের চাক্ষুস হয় । তাঁর চরিত্রের একটি প্রধান দিক হল সততা । গরীব হলেও আংটি পাওয়ার পরও সে ছলনার আশ্রয় নেয়নি । রাজার শ্যালক এবং রক্ষীদের মিথ্যা বলে সে বিপথে চলাতে পারতো । তা না করে সে সত্যবাক্য বলে গেছে প্রথম থেকে শেষপর্যন্ত । একই সঙ্গে সে স্পষ্টভাষীও বটে । রাজকর্মচারীরা তাকে রাজদরবারে ধরে নিয়ে যাবার পর নানান জিজ্ঞাসাবাদেও সে বিচলিত হয়নি.

_____________________

\red {\sf {Hope\:It\:Helps\:Uh!!!}}

Answered by mondalkanika074
29

Answer:

"ধীবর-বৃত্তান্ত" নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তার মধ্যে দিয়ে বাস্তব জীবনের বেশ কয়েকটি চিত্র ফুটে উঠেছে তা হল- জোর যার মুলুক তার অর্থাৎ চিরকাল, চিরদিন সাধারণ হতদরিদ্র ক্ষমতাহীন মানুষদের উপর ক্ষমতাবান মানুষরা হেয় প্রতিপন্ন ও শোষণ অত্যাচার করে তার চিত্র ফুটে উঠেছে। একজন সৎ নিরীহ ধীবর কে বাটপার, গাঁটছড়া ইত্যাদি বলতে এরা দ্বিধা বোধ করেনি। এমনকি রক্ষীদের মুখে শোনা যায়- হয় তোকে শকুন দিয়ে খাওয়ানো হবে না হয় তোকে কুকুর দিয়ে খাওয়ানো হবে। এই মন্তব্য শুনে নিঃশব্দে আমরা বলতে পারি রক্ষীদের চরিত্রের মধ্য দিয়ে অমানবিক, অবিবেচকতার পরিচয় পাওয়া যায়।

Similar questions