মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
চতুর্থ শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে ।
১. পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাওয়ার পথে। কেন এমন হচ্ছে বলে তােমার মনে হয়?
অবাতি উপাদাবাতাসেরনগুলি কী কী?
৩. বালি ও জলের মিশ্রণ থেকে কীভাবে দুটিকে আলাদা করবে?
৪. দাঁত ভালাে রাখতে হলে আমাদের কী কী করা উচিত?
**
৫. . তােমার প্রিয় ঋতুর নাম ও ঋতুটির দুটি বৈশিষ্ট্য লেখাে।
Answers
Answer:
1.বৈশিক উষ্নায়ন
2.এটা বোঝা যাচ্ছে না
3.প্রিথকিকরন পদ্ধতিতে
4.প্রতিদিন দাত ব্রাশ করতে হবে শোয়ার আগে এবং সকালএ
5.আমার প্রিয় রিতু হল গ্রিষ্ণকাল
১.এই শমই বিভিন্ন পিঠা বানান হই
২.নতুন ধান ঘরে আশেI
Concept Introduction:
'আমাদের পরিবেশ' হল চতুর্থ শ্রেণির একটি পরিবেশ বিষয়ক বাংলা পাঠ্য বই। এতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চৌদ্দটি পরিবেশ বিষয়ক গল্প রয়েছে। এই বইটি পশ্চিমবঙ্গ সরকার ছাত্রদের জন্য প্রকাশ করেছে।
Explanation:
আমাদেরকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বই থেকে এবং বাংলা পরিবেশ বিষয়ক পাঠ্য বই 'আমাদের পরিবেশ' সম্পর্কিত কিছু প্রশ্ন দেওয়া হয়েছে।
আমাদের প্রশ্নের উত্তর খুঁজতে হবে।
Final Answers:
১. মানুষ বন জঙ্গল কেটে ফেলছে ফলে বাঘের থাকার বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া বাঘ যে সমস্ত প্রাণী শিকার করে সেই সমস্ত প্রাণী কমে যাচ্ছে। এছাড়া বাঘের চামড়া, হাড় আর নখ ইত্যাদির জন্য চোরাশিকারিরা বাঘ হত্যা করছে ফলে আমাদের পৃথিবী থেকে ধীরে ধীরে বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
২. বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলো হলো – মিথেন, ক্লোরোফ্লোরো কার্বন, সালফার-ডাই-অক্সাইড ইত্যাদি।
৩. বালি ও জলের মিশ্রণ কে পৃথক পৃথক করতে ওই মিশ্রণ পাত্রটিকে কিছুক্ষন রেখে দেবো। তারপর পাত্রের জলটি অন্য পাত্রে ঢেলে দেবো। তাহলে বালি ও জলের মিশ্রণ আলাদা হয়ে যাবে।
৪. দাঁত ভালো রাখতে হলে আমাদের সকলকে দিনে দুবার দাঁত মাজতে হবে।
৫. আমার প্রিয় ঋতুর নাম শীত কারণ শীতকালে অনেক সবজি উৎপাদন হয় ও শীতকালে আমরা যা খাই তা সহজে হজম হয়ে যায়।
#SPJ2