History, asked by avirallanand8192, 8 months ago

জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা

Answers

Answered by harshit3535
8

Answer:

what is this

plz write in english

if possible mark me as brainliest

Answered by amikkr
0

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ বিভিন্ন ঔপনিবেশিক শক্তি গুলি ভারতের রাজস্ব ব্যাবস্থার ওপর নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল।তারা জমি-জরিপের মাধ্যমে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। সেগুলি হল-

  • নদী পথ জরিপ ব্যাবস্থা- ১৭৬৮ সালে জেমস রেনেল বাংলার নদীপথ জরিপ করেন।রেনেল মোট ১৬তি মানচিত্র তৈরি করেছিল।
  • ২৪ পরগনায় জরিপ ব্যাবস্থা - ফ্র্যাঙ্কল্যান্ডের উদ্যোগে ১৭৬০ খ্রিস্টাব্দে কৃষি জমি জরিপের সূচনা।
  • সংস্থা গঠন - মুর্শিদাবাদে কম্পট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ নামের একটি সংস্থা গঠন করাহয়েছিল ১৭৭০ খ্রিস্টাব্দে। যারা রাজস্ব সংক্রান্ত বিষয় দেখ ভাল শুরু করে।
  • এছাড়া কর আদায় বৃদ্ধি করতে বেশ কিছু বন্দোবস্তের শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
  • দশ সালা বন্দোবস্ত - 1790 খ্রিস্টাব্দে জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন লর্ড কর্ণওয়ালিশ। এটি দশ শালা বন্দোবস্ত নামে পরিচিত।
  • মহলওয়ারি বন্দোবস্ত-  ইস্ট ইন্ডিয়া কোম্পানির হল্ট মাকেঞ্জি 1822 খ্রিস্টাব্দে সঙ্গায় উপত্যকায় বাড়ি পিছু ভূমি রাজস্ব চালু করেন । এটি মহলওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত।
  • চিরস্থায়ী বন্দোবস্ত - লর্ড কর্নওয়ালিস জমিদারদের কোম্পানির অনুগত গোষ্ঠী হিসেবে জমিদারদের গড়ে তোলার উদ্দেশ্যে বাংলা বিহার উড়িষ্যাতে যাবে এইসব কারণে 1793  খ্রিস্টাব্দে জমিদারদের থেকে সরাসরি খাজনা আদায় করে  চিরস্থায়ী বন্দোবস্ত ছালু করেন,
  • অন্যান্য- রায়তওয়ারি বন্দোবস্ত, পাঁচ সালা বন্দোবস্ত, ইজাদারি বন্দোবস্ত।

#SPJ3

Similar questions