History, asked by suparna21, 10 months ago

আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় থাকত কেন ?​

Answers

Answered by Beast3600
55

মানুষ নদীর সন্নিকটে বাস করে কারণ নদী তাদের পান করতে এবং স্নানের জন্য মিঠা জল সরবরাহ করে এবং তারা জল থেকে মাছ পেয়ে থাকে। এগুলি পরিবহন ও ফসল ফলানোর জন্য নদী ব্যবহার করে।

Answered by mafijulhaque572
11

আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় বাস করত কারণ নদীর ঠান্ডা ও মিঠা জল তারা পান করতো নদীতে স্নান করতো নদীতে মাছ ধরে সেই মাছ রান্না করে খেত অনেকে সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতো তাছাড়া নদীর জল তারা কৃষিকাজে ব্যবহার করত এমনকি নদীপথে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা বেলায় আবার নৌকায় করে যাতায়াত করত তাছাড়া প্রতিবছর নদীর পাশের জমিতে পরিবর্তন চাষবাস খুব ভালো হতো

Similar questions