‘চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ।—অষ্ট গজরাজের পরিচয় দাও।
Answers
Answered by
12
কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি
- 'কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি' পদ্য টি পৌরানিক কাহিনী অবলম্বনে রচিত। মা চন্ডী কালকেতুকে গুজরাটের রাজা বানালেও প্রজার অভাব মেটাতে গিয়ে, প্রসন্ন দেবী কলিঙ্গ দেশে দেবরাজ ইন্দ্রের সহায়তায় ঝড়বৃষ্টি র উপদ্রব সৃষ্টি করান, যাতে করে সমগ্র কলিঙ্গ বাসি জীবন বাঁচাতে গুজরাটে গিয়ে আশ্রয় নেয় ও বসবাস শুরু করে এবং কালকেতুর মনস্কামনা( প্রজার অভাব) ও পূর্ণ হয়।
- ‘চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ।'— এই চরণ টি কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত 'চণ্ডীমঙ্গল' কাব্যের অন্তর্ভুক্ত 'কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি' পদ্য থেকে নেওয়া হয়েছে।
- এখানে 'চারি মেঘ' বলতে সন্বর্ত, আবর্ত, পুস্কর ও দ্রোণ এর কথা বলা হয়েছে যারা বৃষ্টির প্রতিক। এবং 'অষ্ট গজরাজ' বলতে পুরান মতে আটটি হাতি(কুমুদ, ঐরাবত, পুন্ডরীক্ষ, পুসপদন্ড, অঞ্জন, বামন, সুপ্রতীক ও সার্বভৌম) দের কথা বলা হয়েছে, যারা পৃথিবীর রক্ষা প্রদান করেন।
- এখানে কবি মুকুন্দরাম চক্রবর্তী 'অষ্ট গজরাজ' দিয়ে বোঝাতে চেয়েছেন যে 'অষ্ট গজরাজ' যেন তাঁদের শুঁড়ে করে 'চারি মেঘ' থেকে জল নিয়ে কলিঙ্গ দেশের উপর বারি বর্ষণ করাচ্ছে।
Answered by
6
অষ্টা গজরাজ চারটি জল সরবরাহ করে:
- অষ্টা গজরাজ চার মেঘকে জল দেয় —— এই বিভাগটি কলিঙ্গ দেশের ঝর্বিষ্ঠী শিরোনাম থেকে নেওয়া হয়েছে, ‘চান্দিমঙ্গল’ কবিতায় রয়েছে এবং কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত।
- এখানে 'চারি মেঘ' অর্থ সংবর্ত, অবতার, পুস্কর এবং দ্রোণ যা বৃষ্টির লক্ষণ। এবং 'অষ্টা গজরাজ' বোঝায় আটটি প্রাচীন হাতি (কুমুদ, আইরাবত, পুন্ড্রিক্স, পুস্পদণ্ড, অঞ্জন, বামন, সুপ্রতিক এবং সার্বভৌম) যারা পৃথিবীকে রক্ষা করেন।
- এখানে কবি মুকুন্দরাম চক্রবর্তী 'অষ্টা গজরাজ' দিয়ে এই কথাটি বলতে চান যে 'অষ্টা গজরাজ' চারি মেঘ থেকে জল নিয়ে কলিঙ্গ দেশে বৃষ্টি বর্ষণ করছে।
Hope it helped..
Similar questions