History, asked by jyotikhatik134, 7 months ago

ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপআতিক - উনিশ শতকের মদ্ধভআগ থেকে বিস শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির বাক্ষা করো।​

Answers

Answered by Anonymous
39

Answer:

. শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে 1863 খ্রিস্টাব্দে 20 বিঘা জমি কেনেন। এখানে তিনি ‘শান্তিনিকেতন’ নামে একটি আশ্রম প্রতিষ্ঠাকরেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তাঁর শিক্ষার কার্যক্রম শুরু করেন

plz mark it brainlist

Answered by Anonymous
120

ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক,এই উক্তিটির যথার্থতা হল -

• বাংলায় ঊনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের গোড়ার দিক অবধি ছাপাখানার প্রসার অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পায়।

• ছাপাখানার এই দ্রুতগামী প্রসারের জন্য বাংলার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে।

•  ছাপাখানা থেকে দ্রুতগতিতে এবং প্রচুর পরিমাণে শিক্ষামূলক পাঠ্যপুস্তক (প্রধানত বাংলা ব্যকরণের বই)) তৈরী হতে থাকে।

• এর ফলে,বেশি সংখ্যায়  ছাত্রছাত্রী মুদ্রিত বইয়ের সাক্ষাৎলাভে সক্ষম হয় এবং শিক্ষার হার ক্রমশই ঊর্ধ্বমুখী হতে থাকে।

• তাই বাংলার শিক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য ছাপাখানার প্রসার সত্যিই অনস্বীকার্য।

Similar questions