India Languages, asked by rajdipsarkar8597, 9 months ago

২. “আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ...”—কী বুঝতে পারার কথা বলা
হয়েছে?​

Answers

Answered by rupasreebera408
6

Answer:

অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারের দেয়ালে অদৃশ্য হাতে অঙ্গারের কালো অক্ষরে লেখা তাঁর প্রতিভার অপমৃত্যুর করুন সংবাদ বুঝতে পেরেছিলেন।

Answered by barkinkar
2

বিখ্যাত নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় এর 'নানা রঙের দিননাটকের উধৃতাংশটিতে লম্বা লম্বা চুলে প্রতিদিন হাফ শিশি কলপ লাগিয়ে রাখা প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এর কথা বলা হয়েছে।

কয়লার মত কালো জ্বলন্ত অক্ষরে থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অদৃশ্য হাতের লেখা দেখে প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তাঁর প্রতিভার অপমৃত্যুর করুন সংবাদ বুঝতে পেরেছিলেন এবং তখনই তিনি বৃদ্ধ প্রস্পটার কালীনাথ সেন-কে উধৃতাংশটি বলেছিলেন।

#SPJ3

Similar questions