নীচের শব্দগুলির জন্য দুটি করে বাক্য লেখাে-
ক) মাৎস্যন্যায় :
খ) ব্রম্মদেয় :
গ) খিলাফত
Answers
ক). মাৎস্যন্যায়: বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর (৬৩৭খ্রি) পর তাঁর পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র আট মাস পাঁচ দিন রাজত্ব করেছিলেন । এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরুপের রাজা ভাস্করবর্মা, কাশ্মীররাজ লালিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের বড়ো মাছ যেমন ছোটো মাছকে গিলে খায়, বাংলায় জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল--সবলেরা দুর্বল দের ওপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎস্যন্যায় বলা হয়।।।।
Explanation:
মাৎস্যন্যায়
মাৎস্যন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বােঝানাে
হয়। পুকুরের বড়াে মাছ যেমন ছােটো মাছকে খেয়ে ফেলে, অরাজকতার সময়ে তেমনি শক্তিশালী লােক দুর্বল লোকের ওপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত একশাে বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ঐ যুগে প্রত্যেক ক্ষত্রিয়, সম্রান্ত লােক, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছামতাে নিজের নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনাে কেন্দ্রীয় শাসক ছিল না।
বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লােকেরা মিলে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গােপাল নামে একজনকে রাজা নির্বাচন করে (আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দ)। ঐ সময় থেকে বাংলায় পাল
বংশের রাজত্ব শুরু হয়।