Math, asked by royn34446, 8 months ago

বেশি কীটনাশক ব্যবহার করলে কী কী ক্ষতি হবে ?​

Answers

Answered by singhshruti4228
67

Answer:

hope this will help you

Step-by-step explanation:

কীটপতঙ্গকে মেরে ফেলতে সহায়তা করে। রাসায়নিক পদার্থের সাহায্যে প্রস্তুতকৃত কীটনাশক মূলতঃ পোকা-মাকড় নির্মূলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর প্রয়োগে পোকামাকড়ের ডিম, লার্ভাও বিনাশ ঘটে থাকে। কৃষিক্ষেত্রসহ চিকিৎসা, শিল্প-প্রতিষ্ঠান ও গৃহস্থালী কর্মকাণ্ডে প্রয়োগ করা হয়। বিংশ শতাব্দীতে কৃষির উৎপাদন বৃদ্ধিতে প্রধান নিয়ামক হিসেবে কীটনাশকের ব্যবহারকে উপজীব্য করে বিস্তৃতি ঘটেছে বলে মনে করা হয়।[১] শাকসবজির সাথে কীটনাশক মিশ্রিত খাবার খেয়ে অনেক সময় তা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি ব্যবহৃত প্রায় সকল ধরনের কীটনাশকই পরবর্তীতে জীববৈচিত্র্যে ব্যাপক প্রভাব ফেলেছে বলে ধারনা করা হয়। অনেক ধরনের কীটনাশক মানুষের জন্যেও ক্ষতিকর। কিছু কিছু কীটনাশক খাদ্য শৃঙ্খলেও প্রভাববিস্তার করেছে

Answered by Anonymous
0

বেশি কীটনাশক ব্যবহার করলে নিম্নলিখিত ক্ষতিগুলি হতে পারে -

  • অনেক ক্ষেত্রেই আমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকি। এই রাসায়নিক কীটনাশক অত্যাধিক ব্যবহার করলে চাষজমির মাটিদূষণ এবং জমি সংলগ্ন জলাশয়ের জলদূষণ তথা চাষ করা হচ্ছে যে ফসল সেই ফসলও বিষাক্ত হয়ে উঠতে পারে
  • চাষজমির বাস্তুতন্ত্রে বসবাসকারী সব কীটপতঙ্গই ফসলের জন্য হানিকারক নয়। অত্যাধিক কীটনাশক ব্যবহারে ক্ষতিকারক নয় এমন কীটপতঙ্গও বিনষ্ট হয়ে গিয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্যের বিনাশ ঘটায়।

অতএব, আমরা বেশি কীটনাশক ব্যবহারের ফলে হওয়া ক্ষতি সম্পর্কে আলোচনা করলাম।

#SPJ3

Similar questions