Geography, asked by sanchitaGhosh9064, 9 months ago

পৃথিবী নিজের অখ্খের চারিদিকে আবর্তিত না হলে কী ঘটনা ঘটবে???​

Answers

Answered by ÚɢʟʏÐᴜᴄᴋʟɪɴɢ1
15

★পৃথিবী তার নিজ অক্ষে ঘণ্টায় ১৪৭০.২৩ কি.মি. বেগে ঘুরতে থাকে। যদি পৃথিবী হঠাৎ করে ঘোরা বন্ধ করে দেয়, তবুও আমাদের পরিবেশের সবকিছু কিন্তু আগের মত একই বেগে থাকবে।

★আমাদের পৃথিবীর ঘূর্ণন গতি পৃথিবীর জলভাগকে একটা আকৃতিতে রাখে, কিন্তু যেহেতু বেগ কমে যাবে তাই জলভাগের অবস্থান (এবং সে কারণেই) আকার পরিবর্তিত হবে; সকল সমুদ্র উত্তর ও দক্ষিণ দিকে ফিরতে থাকবে। আমাদের পৃথিবী ৩টি স্তর দিয়ে গঠিত যেহেতু গতির পরিবর্তন হবে এবং ভেতরের স্তরগুলো এই পরিবর্তন সামলাতে ধাক্কা খাবে একে অপরের সাথে। এর ফল ভীষণ ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। টানা রাত হবার ফলে তাপমাত্রা কমে -৫৫ ডিগ্রিতে চলে আসবে, যা সাধারণ শীতের ঠাণ্ডার চেয়ে ২০০ গুণ বেশি। যখন গতি ৫০০-১০০তে নেমে আসবে, তখন দিনের পরিমাণ এবং রাতের পরিমাণ হবে প্রায় ৭২০ ঘণ্টা বা ১ মাসের সমান। মানুষ এই তাপমাত্রার সাথে নিজেদের খাপ খাওয়াতে শুরু করবে। আমাদের পৃথিবীর চৌম্বকক্ষেত্র বিলীন হবে থাকবে এবং মিলিয়ন মিলিয়ন মানুষ মারা যাবে মহাশূন্য থেকে আসা তেজস্ক্রিয়তার জন্য। কারণ, এই চৌম্বকক্ষেত্র মহাশূন্য থেকে আসা বিকিরণকে মানুষকে রক্ষা করে।

Good morning ☺{hope it's help}

Answered by TheRainbowQueen
5

Explanation:

পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তিত না হলে পৃথিবীর একপ্রান্ত সূর্যের তাপে পুড়ে ছাই হয়ে যাবে এবং ওপর প্রান্ত সূর্যালোক না পাওয়ায় বরফ জমে যাবে। ফলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির সম্ভাবনা দেখা যাবে না। শুধুমাত্র ছায়াবৃত্তে কিছুটা প্রাণের সঞ্চার হতে পারে।

Similar questions