২.
কীভাবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনকে প্রভাবিত করছে ?
Answers
Answered by
56
বিশ্ব উষ্ণায়ন এর জন্য ধীরে ধীরে পৃথিবীর তাপমান বাড়ছে যার ফলে বিভিন্ন হিমবাহ ধীরে ধীরে গলে যাচ্ছে। উত্তরধ্রুবীয় ও দক্ষিণধ্রুবীয় অঞ্চলে খুব শীঘ্রই বরফ গলছে যার ফলে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে। যার ফলে সুন্দরবনের মতো পৃথিবীর নিচু অঞ্চল গুলি জলে ভরে যাচ্ছে। সুন্দরবনের ২০% অঞ্চল আগামী পনেরো বছরের মধ্যে জলে ডুবে যাবে। বিভিন্ন দীপ যেমন লোহাছাড়া, ঘোড়ামারা ও পূর্বাশা অঞ্চল গুলি এখনই জলে ডুবে গেছে। সুন্দরবনের মত হটস্পট গুলি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। পৃথিবীর ৪৫% ম্যানগ্রোভ জঙ্গল নষ্ট হয়ে যাবে এবং প্রায় ১৫% পশুপক্ষীর বিনাশ ঘটবে
Similar questions