Math, asked by sumandey529, 9 months ago

নভেম্বর ২০২০ এর ক্যালেন্ডার দেখো।
কোনো সপ্তাহের রবিবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত তারিখকে যোগ করো।
উত্তরকে ৭ দিয়ে ভাগ করো।
তোমার উত্তর অর্থাৎ বুধবারের তারিখ হবে।
কারণ খোঁজ।​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

এটি অঙ্কের ধাঁধা কেবল।

আসল সূত্র টি হলো-

" যে কোনো সাতটি পরপর ক্রমিক সংখ্যা কে 7 দিয়ে ভাগ করলে উত্তর সর্বদা মাঝখানের সংখ্যা টিই হয়। এটি কে মধ্যমান বলে। "

আমাদের সপ্তাহের সাতটি দিন।

মাঝের দিন টি হলো বুধবার।

যার বাম দিকে তিন দিন (রবি, সোম, মঙ্গল)

ও ডান দিকে তিন দিন (বৃহস্পতি, শুক্র, শনি)

অর্থাৎ,

মধ্যমানের সূত্রানুসারে,

এদের মধ্যমান বুধবার ই হবে।

উদাহরণ হিসেবে,

(1+2+3+4+5+6+7) /7 = (28/7) = 4

যেটি 1 থেকে 7 সংখ্যার একেবারে মাঝের সংখ্যা।

এভাবে যেকোনো সাতটি সংখ্যার সমষ্টি কে 7 দিয়ে ভাগকরলে মধ্যমান টিই বের হবে।

(বি দ্র - সংখ্যা গুলি অবশ্যই পর পর হতে হবে)

Similar questions