Math, asked by bablibouri6, 9 months ago

মান নিণয় করো :- √ ১.২১+√ ০.৬৪- √২.৮৯​

Answers

Answered by Anonymous
5

প্রদত্ত,

মান নির্ণয়ের জন্য রাশিমালা হলো = √ ১.২১+√ ০.৬৪-√২.৮৯​

নির্ণেয়,

প্রদত্ত রাশিমালার মান নির্ণয় করতে হবে।

সমাধান,

প্রদত্ত রাশিমালায়,তিনটি বর্গমূল রয়েছে যাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে,পরবর্তী গাণিতিক কার্যাবলী করতে সুবিধা হবে।

ধরি,

√ ১.২১ = a

√ ০.৬৪ = b

√ ২.৮৯ = c

বর্গমূল সম্পন্ন করে মান নির্ণয় করে পাই,

a = ১.১

b = ০.৮

c = ১.৭

প্রদত্ত রাশিমালার অন্তিম মান

= a + b - c

= ১.১ + ০.৮ - ১.৭ (মান বসিয়ে পাই)

= ১.৯-১.৭ (BODMAS সূত্র অনুযায়ী আগে যোগ করে পাই)

= ০.২

অতএব,প্রদত্ত রাশিমালার অন্তিম লঘিষ্ঠ মান হল ০.২।

Answered by romasarkar060
1

Answer:

sgj keep onion arrival

Similar questions