৪. রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখাে।
Answers
❤gm☺☺
▶▶▶ পরমাণুবাদ কি :
বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড ১৯০৯ সালে আলফা কণার বিক্ষেপণ পরীক্ষার ফলাফল থেকে ১৯১১ সালে সৌরমন্ডলের সাথে সাদৃশ্য রেখে পরমাণুর গঠন সম্পর্কে নিজস্ব মতবাদ উপস্থাপন করেন। এ মতবাদটিকে রাদারফোর্ডের সোলার সিস্টেম অ্যাটম মডেল (Rutherford's solar system atom model) বলা হয়।
▶▶✅রাদারফোর্ডের পরমাণুবাদের স্বীকার্য অনুযায়ী:
সকল পরমাণু অতিশয় ক্ষুদ্র গোলাকৃতি কণা। এর দুটি অংশ রয়েছে যথা:
(a) নিউক্লিয়াস (পরমাণুর কেন্দ্রক) এবং
(b) কেন্দ্রক বহির্ভূত অঞ্চল।
পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও ভর অবস্থান করে সেই অংশটিকে পরমাণুর নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রক বলে।
পরমাণুর বাকি অংশ জুড়ে রয়েছে ইলেকট্রন। ইলেক্ট্ন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে।
পরমাণু তড়িৎনিরপেক্ষ। কারণ পরমাণুতে ধনাত্মক চার্জের সংখ্যা এবং পরিক্রমণশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান।
পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধান গ্রস্ত কণা প্রোটন থাকে।