গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো
Answers
Answered by
64
Answer:
পৃথিবীর কক্ষীয় উৎকেন্দ্রিকতা ০.০৪৭ থেকে বেড়ে গেলে এবং অনুসূর যথার্থ বিষুব ও অয়নে অবস্থান করলে, কেবলমাত্র একটি শীর্ষযুক্ত সময়কাল দুইটি শীর্ষযুক্ত অপর সময়কালের সঙ্গে সমতা বজায় রাখে। [১]
(১৮০°/π রেডিয়ান)×(৮৬,৪০০ সেকেন্ড/গড় সৌর দিবস) = ৩৬০.৯৮৫৬°/গড় সৌর দিবস - এর দ্বারা বোঝা যায়, এক সৌর দিবসে পৃথিবীর ঘূর্ণন স্থির নক্ষত্রের সাপেক্ষে ৩৬০° এর বেশি।[৪]
উদহারণ স্বরূপ, কেনেডি মহাকাশ কেন্দ্র ২৮.৫৯° উত্তরে অবস্থিত,সুতরাং সেই স্থানের স্পর্শক বরাবার গতিবেগ হবে ১৬৭৪.৪ কিলোমিটার/ঘণ্টা × কোসাইন ২৮.৫৯° = ১৪৭০.২৩
আপনার আনসার.
প্লিজ মার্ক মে এস ব্রাইনলেস্ট।।।।
Answered by
0
গড় সৌরদিন কে সেকেডে পরিনত করতে নিম্নলিখিত উপায় মেনে চলতে হবে,
- আমরা জানি যে পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে একবার ঘুরতে যে সময় নেয় তাকে গড় সৌরদিন বলে। একটি গড় সৌরদিনের মান হল ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড ।
- আবার আমরা এটাও জানি যে, ১ ঘণ্টা=৬০ মিনিট। ১ মিনিট = ৬০ সেকেন্ড। সুতরাং ১ ঘণ্টা = ৬০ ×৬০ =৩৬০০ সেকেন্ড।
- এবার আমরা একটি গড় সৌরদিনের মান বের করবো। যেখানে ২৩ ঘণ্টা = ২৩ ×৩৬০০= ৮২৮০০ সেকেন্ড। ৫৬ মিনিট = ৫৬ ×৬০=৩৩৬০ সেকেন্ড। সুতরাং ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড =৮২৮০০ + ৩৩৬০ + ৪ = ৮৬১৬৪ সেকেন্ড।
#SPJ3
Similar questions