'আমাদের ইতিহাস নেই' - এই উপলব্ধির মর্মাথ লেখো
Answers
Answer:
I think it helps you ,.......
.
Answer:
ইতিহাস হলো প্রকৃতপক্ষে কোন জাতির এবং সভ্যতার আত্মবিকাশের পথ ও পর্যায়ের কাহিনী।তাই অতীতের উপর দাঁড়িয়ে যখন বর্তমানকে তৈরি করা যায় । তখন তা যথাযথ হয়।দুর্ভাগ্যের বিষয় এই যে আমাদের প্রকৃত ইতিহাস থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছে। শঙ্খ ঘোষ যখন তার আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় যখন আমাদের ইতিহাস না থাকার কথা বলেন,শুধু ইতিহাস না থাকার নয় বিকৃত এবং ভান্ত ইতিহাসের মধ্যে পড়ে দিকভ্রান্ত মানুষের কোথাও কবি বলেছেন। পৃথিবীর ইতিহাস যারা যখন ক্ষমতায় থেকেছেইতিহাসকে তারা তখন নিজেদের মতো করে নিজের স্বার্থে পরিচালিত করেছে। আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস। ইতিহাস বিচ্ছিন্ন জাতি আসলে শীকর বিচ্ছিন্ন জাতি।অতিত থেকে দূরে সরে গিয়ে বর্তমান সঙ্কটে তাই পরিত্রাণের পথ খুঁজে পাওয়া ক্রমশই অসম্ভব হয়ে ওঠে। সাম্রাজ্যবাদ ধর্মান্তর মত অসুখ সমাজকে রক্তাক্ত করেছে আমাদের পথ নেই কোন আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুরা সব ছড়ানো রয়েছে কাছে দূরে এখানে ভিখারি হয়ে বেঁচে থাকাটা মানুষের নিয়তি।কোন পথ দেখতে না পাওয়ার সময় হাতে হাত রেখে এই বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি।
Explanation: