২.৩ ‘মিনার’ আর ‘মিনারেট’-এর ফারাক কোথায় ?
Answers
Answer:
✥★মিনার___ শব্দটি আরবি অথবা ফারসি শব্দ মানার বা মানারা এর ভারতীয় রূপ। শাব্দিক অর্থে এর দ্বারা এমন স্থানকে বুঝায় যেখানে আগুন জ্বালানো হয়। এ ব্যবস্থার প্রথম প্রয়োগ দেখা যায় আলেকজান্দ্রিয়ার বাতিঘরে (pharos), যেখানে নাবিকদের সতর্ক করার জন্য রাতে আগুন জ্বালানো হতো। আরবি কবিতায়ও নির্দেশক দন্ড (signpost) অথবা খ্রিস্টান ধর্ম যাজকের কক্ষে ব্যবহূত কুপি হিসেবে এর ব্যবহার দেখা যায়। ক্রমান্বয়ে শব্দটির অর্থ নির্মাণ শৈলীতে সম্প্রসারিত হয় এবং এর দ্বারা বাতিঘরকে বোঝানো হয়। মুসলিম আমলে এর দ্বারা শুধু মসজিদ টাওয়ারকেই (মাজান- আজান থেকে) বোঝানো হতো না, বরং যে কোন ধরনের উঁচু কাঠামোকেই বোঝাত। এ কাঠামোটি ভবন থেকে বিচ্ছিন্ন কিংবা ভবনের অংশ হিসেবে ব্যবহারযোগ্য অথবা শোভাবর্ধনের জন্যও হতে পারত। পরবর্তী সময়ে এ শব্দটি ইংরেজি ভাষায় টাওয়ার অথবা টারেট-এর সমার্থকে পরিণত হয়।
❖☆ মিনারেট___ মিনারসদৃশ্য উঁচু স্তম্ভ ।