Geography, asked by biplabsinha2000, 10 months ago

প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন কীভাবে সংঘটিত হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করাে।​

Answers

Answered by vsbuilder
15

Answer:

ভূগোল অনুযায়ী পৃথিবীর বাষিক গতির কারনে পৃথিবীর ঋতু পরিবর্তন সংগঠিত হয়। পৃথিবী ৩৬৫ দিন বা এক বছরে সূর্যকে প্রদক্ষিন করে। আর এভাবে সারা বছর বিভিন্ন ঋতুর আগমন হয়। কিন্তু পৃথিবীর উভয় গোলাধে একই সময়ে একই ঋতু দেখা যায় না।উত্তর গোলাধে যখন শীত কাল, দক্ষিন গোলাধে তখন গ্রীষ্ম কাল।

ভূগোল অনুযায়ী পৃথিবীর বাষিক গতির কারনে পৃথিবীর ঋতু পরিবর্তন সংগঠিত হয়। পৃথিবী ৩৬৫ দিন বা এক বছরে সূর্যকে প্রদক্ষিন করে। আর এভাবে সারা বছর বিভিন্ন ঋতুর আগমন হয়। কিন্তু পৃথিবীর উভয় গোলাধে একই সময়ে একই ঋতু দেখা যায় না।উত্তর গোলাধে যখন শীত কাল, দক্ষিন গোলাধে তখন গ্রীষ্ম কাল।

Explanation:

please mark me as a brainiest;

Similar questions