History, asked by Raaz1920, 10 months ago

স্মৃতি কথা কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যাবহৃত হতে পারে উদহারন সহ লেখো

Answers

Answered by indranihazra8
4

আধুনিক ভারতের ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা কর।

Ans: সূচনা :

আত্মজীবনী ও স্মৃতিকথাগুলি আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত হয়। এগুলি থেকে ইতিহাসের বহু তথ্য জানা যায়।

••আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব :

1.অকপট স্বীকারোক্তি :

আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্য দিয়ে আমরা অনেক সময় কোনো ঘটনা বা ব্যক্তির নির্ভেজাল বিবরণ ও স্বীকারোক্তি পেয়ে থাকি। এগুলি ইতিহাস রচনায় নানাভাবে সহায়তা করে।

2.তথ্যসূত্র গ্রহণ :

ইতিহাস রচনার ক্ষেত্রে সঠিক তথ্য পেতে অথবা দুটি ঘটনার মধ্যবর্তী শূন্যস্থানগুলি পূরণ করার ক্ষেত্রে আত্মজীবনী ও স্মৃতিকথাগুলি সহায়তা করে।

3.ঘটনা বিশ্লেষণে সহায়ক :

কোনো ঘটনা বিশ্লেষণের ক্ষেত্রে আত্মজীবনী ও স্মৃতিকথাগুলি সহায়তা করে। সংশ্লিষ্ট বিষয়ে কোনো ব্যক্তির মতামত এবং দৃষ্টিকোণগুলির মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ তথ্য লাভ করতে পারি।

4.তথ্য বিশ্লেষণ :

আত্মজীবনী ও স্মৃতিকথায় বিবৃত বিষয়গুলি আমাদের তথ্য বিশ্লেষণে সহায়তা করে।

মূল্যায়ন :

ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথাগুলি অনেক সময় নির্ভরযোগ্য নাও হতে পারে। এগুলির মধ্যে নিরপেক্ষতা ও নৈর্ব্যক্তিক দৃষ্টিকোণ কতখানি আছে তা বিচার করে তথ্য সংগ্রহ করা প্রয়োজন।

please mark me as a BRAINLIST..

Similar questions