Geography, asked by SrimantaRuidas, 8 months ago

পৄথিবী থেকে বাঘের হারিয়ে যাওয়ার পথে কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়​

Answers

Answered by Anonymous
20

Answer:

বাঘ পৃথিবী থেকে অদৃশ্য হওয়ার প্রধান কারণটি তাদের ত্বক বাজারে অত্যন্ত মূল্যবান হওয়ায় শিরা পাচ্ছে।

আমাকে মস্তিষ্কে চিহ্নিত করুন

Answered by amikkr
0

পৄথিবী থেকে বাঘের হারিয়ে যাওয়ার পথে এরকম হওয়ার কারন হতে পারে -

  • চোর শিকার - দিনের পর দিন ধরে বাঘের ত্বক এর দাম বৃদ্ধির কারনে এবং অনেক কারনের  চোর শিকারিদের সংখ্যাওপাল্লা দিয়ে বেড়ে চলেছে ।
  • বাসস্থানের অভাব - একটি বাঘের বেঁচে থাকার জন্য তাদের স্বভাব গত ভাবে অনেক বড় জায়গা প্রয়জন।এই সকল হ্রিংস প্রাণীরা কয়েক কিলোমিটার পেরিয়ে শিকার করতে ভালবাসে।কিন্তু দিনের পর দিন অরন্য ধবংস এবং শহরায়নের কারনে আমাদের পৃথিবীতে অরন্য এর আয়তন কমে যাচ্ছে । এসব কারনে বাঘ মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে । যেই কারণে বাঘের মৃত্যু  ও হয়।
Similar questions