১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :১.১ কী আছে মাের তল্পিটায় / দেখবি যদি জলদি আয়।" – গল্পবুড়াের তল্পিতে কী কী দেখতে পাওয়া যাবে?১.২ এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।' – ‘বুনাে হাঁস’ গল্প অনুসরণে শীতকালটির বর্ণনা দাও।১.৩ "শুনেই হাবু বেজায় কাবু' – কোন্ কথা শুনে হাবু কেন কাবু হয়ে পড়ল?১,৪ ঝড় বাদলের রাতে স-ব শােনা যায়। -কী শােনা যায় বলে বক্তার বিশ্বাস ?তার পরবর্তী পরিস্থিতির কথা ‘পাখির কাছে ফুলের কাহে’ কবিতা১.৫ ‘ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘরঅনুসরণে লেখাে।১.৬ খাব না তাে আমি’ - কথাটি ‘বিমলার অভিমান’ কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? কথক কেন বারবার কথাটিউচ্চারণ করেছে ?২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :২.১ ঠিক উত্তরটি হল – উৎ +- মেষ = উন্মেষ / পদ + ধতি = পদ্ধতি / রাজ + নী = রাজ্ঞী / ষ + ঠ = ষষ্ঠ।২.২ গাঢ় নীল আকাশ মাথার উপর। – নিম্নরেখাঙ্কিত পদটি হল সকর্মক ক্রিয়া / নাম বিশেষণ! বিশেষণের বিশেষণ /ক্রিয়া বিশেষণ।২.৩ সন্ধি বিচ্ছেদ করাপরিষ্কার।बंगाली
Answers
Answered by
14
মডেল অ্যাক্টিভিটি টাস্ক (পঞ্চম শ্রেণি)
১.
- ১.১ গল্পবুড়োর তল্পিতে দৈত্য, দানব, যক্ষ, রাজপুত্র, পক্ষীরাজ, কড়ির পাহাড়, দুষ্প্রাপ্য মাণিক ও হীরে, সোনার কাঠি, ময়নামতী ইত্যাদির গল্প পাওয়া যাবে।
- ১.২ লাডাকের যে জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল, সেটা ছিল বরফে ঢাকা একটা নির্জন জায়গা। দক্ষিণের দেশে রওনা হওয়া বুনোহাঁসেদের সারি দেখা যেত আকাশে। একদিন একটা জখম হওয়া হাঁস ও তার সঙ্গীকে জোয়ানেরা তাদের তাঁবুতে নিয়ে এল। তারা সেখানে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ফুলের কুচি এইসব খেত। তখনো গাছপালা একদম ন্যাড়া আর ঝোপঝাপ সব বরফে ঢাকা।
- ১.৩ হাবু থানায় নালিশ জানাতে গেলে থানার বড়োবাবু হাবুকে তার ঘরের জানালা ও দরজা খুলে রাখার নির্দেশ দেন যাতে করে ঘরের গন্ধ দূর হয়। তবে এর ফলে হাবুর নিজের পোষা দেড়শো পায়রা উড়ে যাবে। তাই হাবু কাবু হয়ে যায়।
- ১.৪ বক্তার বিশ্বাস যে, কেউ যদি ভক্তিভরে ডাকে, ঝড়বাদলের রাতে আদিবাসী এক রাজা হাতি চেপে, ধনুক হাতে উঠে আসবে জল থেকে। আর সেই সংকেত বোঝা যাবে রাজার বাজানো ঘন্টার শব্দে। রাজা গর্জন করে মানুষের মঙ্গলার্থে তার কথা জানায়। এইসব শোনা যায়।
- ১.৫ বাইরে বেরিয়ে ঘুমন্ত শহরটাকে দেখা যায়। মিনার, দরগাতলা এ সবই যেন এক এক মহামানব। সজীব হয়ে ওঠে জোনাকিরা, দিঘির কালো জল, ফুল ও পাখিরা। তারা সবাই কবির কাছে কাব্যকথা শোনার প্রতি তাদের আকুলতা নিবেদন করে।
- ১.৬ 'খাব না তো আমি', এই কথাটি 'বিমলার অভিমান' কবিতায় চার বার ব্যবহৃত হয়েছে। বিমলার বাড়ির সবার সকল রকমের ফরমাস খাটে -- ফুট আনা, খোকাকে সামলানো, ছাগল তাড়িয়ে দেওয়া, দাদাকে নুন ও চুন এনে দেওয়া এ সবই। আর সেই বিমলার নিজের খাওয়ার সময় জোটে খুব সামান্য পরিমাণে ক্ষীর। তাই বিমলার অভিমান হয়েছে। এই কথাটি জোর দেওয়ার জন্যই 'খাব না তো আমি' কথাটি বারবার ব্যবহৃত হয়েছে।
২.
- ২.১ সঠিক উত্তরটি হল -- উৎ + মেষ = উন্মেষ / রাজ + নী = রাজ্ঞী।
- ২.২ গাঢ় -- বিশেষণের বিশেষণ।
- ২.৩ পরিষ্কার = পরি + কার।
Similar questions